RI
  •  GPF Calculator

  • সাধারণ ভবিষ্য তাহবিলের হিসাব
GPF Calculator ব্যবহার করার আগে নিচের উদাহরণগুলো দেখে নিন।  তাছাড়া  জিপিএফ সংক্রান্ত কিছু নিয়ম জেনে রাখা দরকার যা এই পেজ এর শেষে রয়েছে।

মাসিক চাঁদার পরিমাণ ১২ মাস সমান থাকলে  এবং কোন লোন না থাকলে হিসাব বের করুন মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে। ব্যবহার করুন  GPF Calculator-1 

মাসিক চাঁদার পরিমাণ ১২ মাস সমান না হলে অথবা কোন লোন নেওয়া থাকলে সকল হিসাব বের করুন ফেলুন ১-২ মিনিটের মধ্যে। ব্যবহার করুন GPF Calculator-2

  • উদাহরণ-১: মাসিক চাঁদার হার সমান এবং কোন লোন নেই

মনে করি, একজন সরকারি কর্মকর্তা প্রতি মাসে জিপিএফ ফান্ডে 1000 টাকা করে রাখেন। তার প্রারম্ভিক জের 45000 টাকা। তিনি কোন টাকা প্রত্যাহার বা লোন করেননি। সুদ সহ বর্তমান স্থিতি কত হবে ?  নিচের বাটনে ক্লিক করে মুহুর্তের মধ্যে সকল উত্তর বের করে ফেলুন।

উত্তর মিলিয়ে নিন: বাৎসরিক জমা /চাঁদা এর উপর সুদ = 845,  প্রারম্ভিক জেরের উপর সুদ = 5850,   সর্বমোট সুদ = 6695, বছর শেষে স্থিতি = 63,695 টাকা 

  • উদাহরণ-২: মাসিক চাঁদার পরিমাণ সব মাস সমান নয় । জিপিএফ থেকে কোন লোন তোলা হয়নি।

মনে করি, একজন সরকারি কর্মকর্তা অর্থ বছরের শুরুতে অর্থাৎ জুলাই মাসে GPF এ 1000 টাকা রাখলেন। পরের মাস থেকে মে মাস পর্যন্ত এই ১০ মাস 2000 টাকা করে রাখলেন। জুন মাসে গিয়ে তিনি 4000 টাকা রাখলেন। তিনি কোন লোন নেননি। তার প্রারম্ভিক জের 45000 টাকা হলে সুদসহ তার বর্তমান  স্থিতি কত ?   নিচের বাটনে ক্লিক করে মুহুর্তের মধ্যে সকল উত্তর বের করে ফেলুন।

উত্তর মিলিয়ে নিন: বাৎসরিক জমা /চাঁদা এর উপর সুদ =1,581,  প্রারম্ভিক জেরের উপর সুদ = 5850,   সর্বমোট সুদ = 7431, বছর শেষে স্থিতি = 77,431 টাকা 

  • উদাহরণ-৩ : মাসিক চাঁদা যথার্থ মাসে না দিয়ে পরে মাসের সাথে দেওয়া হয়েছে। GPF এর কোন লোন নেই।

মনে করি, একজন সরকারি কর্মকর্তা একজন ব্যক্তি প্রতি মাসে  1000 টাকা করে GPF এ জমা দেন। তিনি এপ্রিল মাসের  চাঁদা মে মাসের সাথে মোট 2000 টাকা জমা দিয়েছেন। পরের মাস থেকে আবার 1000 টাকা করে দিয়েছেন। তিনি কোন লোন নেননি। তার প্রারম্ভিক জের 45000 টাকা হলে সুদসহ বর্তমান স্থিতি কত ? উত্তর বের করতে নিচের বাটনে ক্লিক করুন।

উত্তর মিলিয়ে নিন: বাৎসরিক জমা /চাঁদা এর উপর সুদ =834,  প্রারম্ভিক জেরের উপর সুদ = 5850,   সর্বমোট সুদ = 6684, বছর শেষে স্থিতি = 63684 টাকা 

  • উদাহরণ-৪ : মাসিক চাঁদার পরিমাণ সব মাস সমান নয় এবং লোন নেওয়া রয়েছে  যা কিস্তি দ্বারা পরিশোধ করা হয়।

বাস্তব উদাহরণ: একজন সরকারি কর্মকর্তা  ১২ মাস একই হারে চাঁদা দেননি। তিনি জিপিএফ ফান্ড থেকে টাকা তুলেছেন এবং মাসিক কিস্তিতে তা পরিশোধ করেন। তার বিস্তারিত তথ্য নিম্নরূপ-

* তার প্রারম্ভিক জের 411614 টাকা।

* লোন বাবদ উত্তোলন করেছেন 329000 টাকা।

* লোনের টাকা উত্তোলন করেছেন  ফেব্রুয়ারী মাসে

* কিস্তি দেওয়া শুরু করেন ফেব্রুয়ারী মাসের বেতন থেকে

* মাসিক চাঁদা ও কিস্তির টাকা ছক আকারে দেওয়া হলো-

সাধারণ ভবিষ্য তাহবিলের কিছু নিয়োম :

* সাধারণ ভবিষ্য তহবিলের হিসাব শুরু হয় জুলাই মাস থেকে শেষ হয় জুন মাসে।

* যে মাসের বেতন থেকে এর চাঁদা কাটা হবে জমা হবে পরের মাসে। যেমন জুন মাসের বেতন থেকে কাটলে তা জিপিএফ এর জুলাই থেকে কর্যকর হবে।

* যে মাসে লোন হিসেবে টাকা তোলা হবে সেই মাস থেকেই উত্তোলিত টাকার সুদ বাদ যাবে।

*  প্রতি মাসের বেতন থেকে লোনের কিস্তি বাবদ জিপিএফ ফান্ডে  যে টাকা প্রদান করা হবে তার সুদ ও জিপিএফ এর চাঁদার মত প্রাপ্ত হবেন। অর্থাৎ জিপিএফ ফান্ডে তখন জমা হবে মাসিক চাঁদা+মাসিক কিস্তি এবং উভয়টি থেকেই সুদ পাওয়া যাবে।

* যে মাসের বেতন থেকে কিস্তি বাবদ জিপিএফ ফান্ডে জমা হবে তার পরের মাস থেকে সুদের হিসাব কর্যকর হবে।