সাধারণ ভবিষ্য তাহবিলের কিছু নিয়োম :
* সাধারণ ভবিষ্য তহবিলের হিসাব শুরু হয় জুলাই মাস থেকে শেষ হয় জুন মাসে।
* যে মাসের বেতন থেকে এর চাঁদা কাটা হবে জমা হবে পরের মাসে। যেমন জুন মাসের বেতন থেকে কাটলে তা জিপিএফ এর জুলাই থেকে কর্যকর হবে।
* যে মাসে লোন হিসেবে টাকা তোলা হবে সেই মাস থেকেই উত্তোলিত টাকার সুদ বাদ যাবে।
* প্রতি মাসের বেতন থেকে লোনের কিস্তি বাবদ জিপিএফ ফান্ডে যে টাকা প্রদান করা হবে তার সুদ ও জিপিএফ এর চাঁদার মত প্রাপ্ত হবেন। অর্থাৎ জিপিএফ ফান্ডে তখন জমা হবে মাসিক চাঁদা+মাসিক কিস্তি এবং উভয়টি থেকেই সুদ পাওয়া যাবে।
* যে মাসের বেতন থেকে কিস্তি বাবদ জিপিএফ ফান্ডে জমা হবে তার পরের মাস থেকে সুদের হিসাব কর্যকর হবে।